Sunday, May 29, 2011

বোনের লজ্জাকথা

০১
আমার কাহিনিটা শুনলে একটু লজ্জা লাগবে, তারপরও বলছি। তবে আমার এ ঘটনাটির তেমন কোন কথা বানানো নয় তাই হয়তো পড়ে কম মজা হতে পারে। তাই আপনারা এটা পড়ার সময় তাড়াহুড়া না করে সময় নিয়ে পুরোটাই পড়বেন। আমি এখানে আমার আর আমার বোনের নাম বলবো না। কারণ বলা যায় না আমার অন্য কোন ভাই বা বন্ধু যদি পড়ে, তবে তা আমাদের জন্য হবে খুবই লজ্জাজনক।

বোনটি আমার থেকে প্রায় তিন বছরের বড়। কিন্তু আমি তাকে খুবই ভয় করি। কারণ সে আমাকে সবসময় শাসন করে। এদিকে আমরা খুবই রক্ষণশীল পরিবারের সদস্য। তাই আমাদের বাসায় সবাই শালীন পোষাক পরে।

Friday, March 25, 2011

শাশুরির সারা দেহ

লিলির আমার বিয়ে হয় খুব ধুম ধাম করে, কারণ ওই ছিলো বাবা-মায়ের বড় সন্তান। ওর বাবার পেনশনের টাকায় আমাদের বিয়ে হয় প্রায় বছর খানেক আগে। আমাদের বিয়ের পরে ওর মা আমাদের সাথেই থাকতো, কারণ ওর বাবা ছিলো না। মারা গেছেন প্রায় বছর তিনেক হয়ে গেছে, আর ছোট দুই ভাই কেডেটে পরায় মায়ের সাথে থাকার কেউ ছিলো না। আমরা শহরে একটা ছোট্ট বাসা করে থকতাম, দাম্পত্ত জীবনে তেমন কোন দুঃখ কষ্টও ছিলো না। কিন্তু আমার চরিত্র খুব ভালো ছিলো না, জোপ বুজে কোপ মারার সবাব তার খুব ভালো।

স্ত্রী বিবাগী

মাসুম একা একা বারান্দায় পায়চারী করছেহালকা বাতাস বইছেবারান্দা থেকে পাসের বাসার রান্নাঘর দেখা যায়ওরা পাশাপাশি থাকলেও আলাপ হয়নি কখনোআলাপ হবেইবা কি করে বৌদি কখনো এদিক ওদিক তাকায়না কাজ করে যায় আপন মনেপাশের বাসার বৌদির রান্নার দৃশ্য দেখা যায় এখান থেকে স্পষ্ট কখনোবা ছাদে গেলে দেখা যায় কাপড় রোদে দিতে গেলে।  বেশিরভাগ সময় মেক্সি পরে থাকে, ওড়না ছাড়াশাড়ী পরলে আচলটা বুকে ফেলে রাখে তা না থাকার মতোই